২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার আশাবাদ পাপনের

 

স্পোর্টস করেসপন্ডেন্ট | কাগজটোয়েন্টিফোরবিডি.কম

বাংলাদেশ দল বর্তমান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (০৩ অক্টোবর) গণমাধ্যমকে পাপন জানান, ‘বাংলাদেশ দল যেভাবে পারর্ফম করছে তাতে এ ধারাবাহিকতা ধরে রাখা গেলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলবে।’

বর্তমানে বাংলাদেশ দল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। আর বিশ্বকাপে খেলার কথা ১০ দলের, যেখানে সরাসরি সুযোগ পাওয়ার কথা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দলের। টাইগারদের থেকে এখনও পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের অবস্থান অষ্টম। আর বর্তমানে ষষ্ঠস্থানে থাকা শ্রীলঙ্কা রয়েছে ১০১ পয়েন্ট নিয়ে। তবে বাংলাদেশ যদি ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০তে জিততে পারে তবে ষষ্ঠস্থানে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!