নর্দমার পানি

নর্দমার পানি
-মোল্লা মোঃ জমির উদ্দিন (কবি, সাহত্যিক, লেখক ও কলামিস্ট)

আমরা সাধারণত ভালো জায়গায় খানাখন্দ দেখলে তাকে নর্দমা বলি আর সেখানে জমে থাকা পানি খুবই নোংরা, দুর্গন্ধ হয়ে থাকে, আবার খালবিল মানুষের অত্যাচার সইতে নাপেরে তাদের পরিনতিও একই রকম একই রকম দসা অনেক নদী নালারও আবার অপরিকল্পিত পরিকল্পনাও এর জন্য কম দায়ি নয়। একাজটি যারা করেন তারা বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবহার করলেও তাদের ভিতরটা নদর্মার পানিতে ভরপুর কারণ এত সুখ সইতে নাপেরে অনেকেই চকচকে পরিবেশে বসে আলো আঁধারে এই পানি দুর্গন্ধ হলেও তাদের কাছে বেশ মজাদার এবং দামী উপাদেয়, আবার অনেকে মাত্রার বাইরে গিয়ে পথে ঘাটে হৈচৈ করে জানান দিতেও ছারেনা, এসব লোক সম্ব্রান্ত উচ্চ ভিত্ত হলেও নর্দমার সাথে বসবাসের কারনে নিজের প্রিয়তমা স্ত্রী ছাড়লেও যেমন অনেকেই নর্দমায় বসবাস ছাড়তে পারে না। দু:খ জনক হলেও সত্য যে এবারের বইমেলাতেও নর্দমার পানি ডুকেছে কারণ এটা স্রষ্টার সাথে সম্পর্ক রেখে চলা মানুষের মিলোন মেলা যেখানে নির্দোষ বিনোদন বিক্রির বাজার বসেছে অনেক সাধনার ফসল বাজারে উঠেছে যে সৃস্টিশীলতা সুস্থ্য সমাজের প্রতিচ্ছবি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বার হাতিয়ার সেখানে নর্দমার পানি ডুকেছে মানে মিডিয়াতে সস্তা রগরগে কিছু বস্তাপচা পন্য নিয়ে বাজারে প্রবেশ অবাঞ্চিত বলেই প্রশাসন পাহাড়া দিয়ে তাদেরকে মেলা থেকে বের করে দিয়েছে ভাগ্যিস কোন অপ্রিতিকর ঘটনা ঘটবার আগেই তারা বেড়িয়ে যেতে পেরেছেন, প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছি, তবে যাদের এ বাজারে অবদানের জন্য সুস্থ সমাজ সঠিক বাংলাদেশ এগিয়ে যাবার প্রেরণা পায় তাদের প্রতি নিরন্তর শুভ কামনা রাখছি। তবে বাস্তবতা হচ্ছে নর্দমায় আজ আর দুর্গন্ধময় পচা পানির ঠাঁই হচ্ছে না দেশে সেচ্ছাসেবী অনেক প্রতিষ্ঠান আছে যারা পরিস্কার সমাজ এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এদের মধ্যে “ক্লিন টাংগাইল” অন্যতম,গত ৯/২/২০২৪ রোজ শুক্রবার ছিল সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও গূণীজণ সম্মাননা অনুষ্ঠান, সংগঠনটি আমকেও সাহিত্য সেবায় সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমিও সংগঠনের একজন উপদেষ্টা সদস্য করোনায় আমরা অনেক কাজ করেছি জেলার বিভিন্ন শহরে, এবং প্রতিনিয়ত সেচ্ছাশ্রমে দেশ ও দশের পাশে আমাদের সংগঠন ক্লিন টাঙ্গাইল কাজ করে যাচ্ছে। সম্প্রতি কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন কয়েকজন সংস্কৃতি কর্মী ঢাকার একটি খাল পরিস্কার করে সৌন্দর্য ফিরিয়ে এনেছেন এবং সেটিকে বিনোদন পার্কে রুপ দিয়ে তারা অনেক প্রশংসা কুড়িয়েছেন।ঁ নেতৃত্ব যে একটি সমাজের প্রাণ রাষ্ট্রের প্রাণ আগে আমরা শুধু রাক্ষস মনে করতাম কখনও কখনও ইতরও মনে করতাম তার পেছনে যথেষ্ট কারনও রয়েছে কারন নর্দমার পানি বিক্রি করতে করতে সংসদ পর্যন্ত গিয়েছেন, মননশীল সমাজ গঠনের অন্যতম পথনির্দেশক নাট্যকার জনাব মামুনুর রশীদ রুচির দু:র্ভিক্ষ সামনে আনায় বেশ আলোচনা চলছিল, আমার মনে হয় এটার বিস্তার অনেক দুর পুর্যন্ত বিস্তৃত, যার পরিসমাপ্তি সেদিনই হবে যেদিন এমন দু:র্গন্ধ পুরস্কৃত হওয়া বন্ধ হবে । মানুষের কাছে দৃশ্যমান হবিগঞ্জ চুনারুঘাট তার বড় উদাহরণ বর্তমান সংসদ সদস্য যে সেতু চার লাখ টাকায় বানিয়ে দেয় আর আগের সাংসদ অনুরূপ সেতু আটাত্তর লাখ খরচ করে বানান আঠাশ লাখ খরচ করেও যে খাল পরিস্কার করা যায় না সে খাল সুমন সাহেব বিডি ক্লিন দিয়ে এক দিনেই পরিস্কার করে দেন। এখান থেকে বুঝতে বাকি থাকে না যে সাংসদ বা মন্ত্রী মানে সমাজ নির্মান নয় এগুলো শোষণ উৎপীড়নের নাম, সুখের খবর এটাই যে বর্তমান দুই চারজন ভালো মানুষের উপস্থিতি ঘটেছে যারা জাতির পিতার আদর্শে উজ্জীবীত হয়েই কাজ করতে দেখা যায় এঁদের জন্য শুভকামনা দোয়া রইল। মাশরাফি বিন মর্তুজারও অনেক প্রসংশা শোনা যায় এরাই হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর দিন বদলের সনদ বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আত্নপ্রকাশ করেছে নেতৃত্বের প্রকৃত বিকাশ এরাই ঘটাতে পারবে যারা পদবিকে পুজি করে মানুষের কস্টের কারন হয়না উপরন্ত নিজের উপার্জন মানব সেবায় বিলিয়ে দেয়। আসছি যারা কর্মি পালন কারখানার মালিক হয়েছেন, নিজের এবং কর্মীর উন্নতি করেই ভোট পেয়ে যায় তাদের কথা এ নিয়ম বেশি দিন চলবে বলে মনে হয়না কারণ সুমন গংরা দেশ ও দশের নেতা এসে গেছেন আপনিও নিজের বদল করুণ সকল মানুষই আপনার ভোটার সুসম উন্নয়ন করুন লোকে আপনার কথাই বলবে,চার পাশে নর্দমার পানি থাকলে গন্ধ কিন্তু আপনার মন এবং শরীরে সঞ্চারিত হবে সুগন্ধি নাকে এবং কাপড় চোপড়ে মাখলেও লাভ হবে না ছিটেফোঁটা সুগন্ধির থেকে নর্দমার পানি পচা দুর্গন্ধ তিব্রতর, আসুন ফুলে ফুলে সাজিয়ে তুলি আপনার আমার ভিতরটাকে সমাজকে দেশকে, বঙ্গ বন্ধুর রক্তের কাছে আমরা ঋণী মনে রেখে শেষ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!