প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনায় পাবনায় ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কারিগরী বোর্ডের নার্সিং শিক্ষা পরিচালনায় সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখা।
আজ রবিবার (২৮ এপ্রিল ২০১৯) সকাল সাড়ে ১১ টায় পাবনা সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সহ প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এক বিশাল ঘন্টাব্যাপি মানববন্ধন করে পাবনার সকল নার্স স্টুডেন্ট।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পাবনা শাখার পধান উপদেষ্টা রাজু আহমেদ, সভাপতি আঁখি হক, সহ-সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক রাকিবুর হক রনক, যুগ্ন সম্পাদক কবির, সহ-প্রচার সম্পাদক রনি, সহ- আপ্যায়ণ সম্পাদক সুমী, সমাজকল্যাণ সম্পাদক শিপন, শিক্ষা ও সাহিত্য নাসির প্রমূখ।

এসময় তারা তাদের দাবি দাওয়ার বিষয়ে বিভিন্ন শ্লোগান দেয়, রোগীর জীবন নিয়ে খেলা আর চলবে না, নার্সিং আর কারিগরী এক নয়, কারিগরীদের পতন চাই, নার্সদের মর্যাদা বহাল চাই, যোগ্য নার্সদের অধিকার চাই, কারিগরী নার্সদের দ্বারা কখনই রোগীর সু-চিকিৎসা করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!