পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় পাবনায় পালিত হয়েছে ৭ম জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষ্যে জেলা জজশীপের উদ্যোগে র‌্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জেলখানা পরিদর্শণ, বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বেলা সাড়ে ৯ টায় জজকোর্ট চত্বরে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জজকোর্টে সামনে গিয়ে শেষ হয়।

পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ ইমতিয়াজুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং লিগ্যাল এইডের সুফল ভোগকারী অসহায় ও দুস্থ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে সিনিয়র জেলা জজ কারাগারে কারাবন্দীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজকোর্ট প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!