সেলিনা জাহান প্রিয়া‘র কবিতা- নিষিদ্ধ কথা

 

 

নিষিদ্ধ কথা
—-সেলিনা জাহান প্রিয়া ।

আচ্ছা, তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো!
খুব গোপন কেউ একান্ত আমার গোপন কেউ!
নিষিদ্ধ প্রেম পত্রের মতো বা লোকানো ডায়রির মতো
নিষিদ্ধ কবিতা বা অ-গল্পের মতো কেউ হয়ে ধর যা
সেই নিষিদ্ধ বইয়ের গোপন সব যাদু মন্ত্রের মোহ হয়ে –
বিনিময়ে আমিও তোমার গোপন কেউ।
কি বল মন্ধ হয় কি ?
নিষিদ্ধ সব কিছু আজীবন শুধু কাছে টানে –
নিষিদ্ধ পুন্য তাই গোপনে চরা দাম উঠে
গোপনে হয় তাঁর বিনিময় কোন মোহ মুগ্ধ মন্ত্রে।
ধরো, আমি অন্ধকারে বসে তোমায় নিয়ে কবিতা লিখবো
তুমি সেই অন্ধকারে আমায় পড়ে যাবে মুগ্ধ মন্ত্রে পাতায় পাতায়
আমার কবিতায় তুমি খুঁজে নিবে প্রেমের শূরা মাতাল হয়ে,
আর তুমি ছায়ায় বসে তা আবৃতি করবে,
আমি কুন্তি বাই নর্তকীর মতো ঘুঙুর পায়ে নেচে যাব
নিষিদ্ধ সেই নাচের মাতল সাক্ষী হবে তুমি
এক সময় আমি অন্ধকারের জলে ডুবে জোছনা ছড়াব তাঁতে
তুমি সেই জলে জীবনের জল ছবি আঁকবে –
অতি গোপনে তুমি আর আমি তাল মিলিয়ে যাব,
আমি বৃষ্টির জলের দাগে জানালার শার্শিতে তোমায় আঁকবো
তুমি অতি গোপনে তা বৃষ্টির ঝাপটায় মুছে দিবে-
আমি রেখে যাব বেনামী জাফরানের জল পাত্র
তুমি তাতেই তোমার নাম লিখে- আমায় মুগ্ধ করবে!
অথবা তুমি বারান্দায় দাঁড়িয়ে এক লহমা নিঃশ্বাস ছুঁড়ে দিলে
আমি রাস্তায় দাঁড়িয়ে তা সেই গন্ধে পথ চিনে নেব।
আমৃত্যু খেলে যাবো একই খেলা গোপনে গোপনে,
কেউ জানবে না কথা দিলাম।
চল মেতে ,উঠি নেচে উঠি, গেয়ে উঠি গোপনে সব যা আছে
আমাদের নিয়ে না হয় শত বছর পড় কেউ লিখবে
সেই নিষিদ্ধ গোপন পত্র থেকে
নতুন কোন নিষিদ্ধ প্রেমের গল্প কবিতা।
তুমি আমার গোপন কেউ হয়ে থাক
যাকে বলা যাবে জীবনের সব কথা
না তুমি বন্ধু না, প্রেম না, না তুমি কিছুই না
শুধু গোপন কেউ যা বলা যায় না
এমন গোপন কেউ যার কোন সম্পর্কের
নাম লিখে যেতে চাই না।
আচ্ছা, তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো!
খুব গোপন কেউ একান্ত আমার গোপন কেউ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!