নীলফামারীতে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নীলফামারীতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি অংশ নেন এ ঈদ জামাতে।
নামাজে ইমামতি করেন নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার মো. আশরাফুল হক।
ঈদের জামাতের আগে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খালেদ রহীম ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
 প্রধান জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন হাজার হাজার মুসল্লি। মুসলিম উম্মাহ ও দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!