পঞ্চগড় সীমান্তে ভারতীয় চা পাতা আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ১ হাজার ৬০ কেজি ভারতীয় কাঁচা চা পাতাসহ দুটি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি ১৮ ব্যাটালিয়ন সদস্যরা। যার বাজার মূল্য ৮১ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৮ টার সময় জেলার ময়নাগুড়ি সীমান্তের মেইন পিলার ৪২৩ এর বাংলাদেশের অভ্যন্তরে লালটু গাছ এলাকায় ময়নাগুড়ি বিওপির টহল দলের হাতে ভারতীয় কাঁচা চা পাতা ৬৬০ কেজি, ব্যাটারি চালিত ভ্যান ২টি, প্লাস্টিক বস্তা ২৮টি আটক করা হয়। যার বাজার মূল্য ৭৯ হাজার ৮০০ টাকা। অপরদিকে, জেলার মিস্ত্রীপাড়া সীমান্তের ৪২০/৫ এস পিলারের বাংলাদেশের অভ্যন্তরে গড়িয়ানপাড়া এলাকায় মিস্ত্রীপাড়া বিওপির টহল দলের হাতে ৪০০ কেজি ভারতীয় কাঁচা চা পাতা, ১০টি প্লাস্টিক বস্তা আটক হয়। যার বাজার মূল্য ১ হাজার ২০০ টাকা।
সীমান্তে চোরাচালান বন্ধে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সীমান্ত দিয়ে মাদক, গরু, চা পাতাসহ সীমান্ত পথে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান বন্ধে ১৮ বিজিবির সদস্যরা সজাগ আছে। যে কোন মূল্যে চোরাকারবারিদের ধরতে বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!