চলনবিলে নিখোঁজ ৫ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, মরদেহটি নিখোঁজ ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি’র স্ত্রী মমতাজ পারভীন শিউলীর (৪৫)। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলকায় নৌকাডুবির এ দূর্ঘটনা ঘটে।
নৌকাডুবির ঘটনায় এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন। এরা হলেন, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি, কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভীন পারুল, ঈশ্বরদী আমবাগান এলাকার সাইদুর রহমান বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস এবং তার মেয়ে সাদিয়া খাতুন।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ১১টা ৫০ মিনিটে পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!