শরীয়তপুরের দুই উপজেলার পানিবন্দি হয়ে ১৮৯ গ্রাম।

 

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ১৮৯ গ্রামের মানুষ। বুধবার সকাল ৬টা থেকে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে আরো নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাসপুর, পালেরচর, বড়কান্দি, পূর্ব নাওডোবা ও জাজিরা ইউনিয়নের ৯৩টি গ্রাম এবং নড়িয়া উপজেলার মোক্তারের চর, জপসা, ভোজেশ্বর, ফতেহজঙ্গপুর, কেদারপুর, চরাত্রা ও নওপাড়া ইউনিয়নের ৯৬টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

পানিবন্দি ওইসব পরিবার তাদের সন্তান ও গৃহপালিত পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গ্রামের মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

তাছাড়া বন্যার পানি বিদ্যালয়ে প্রবেশ করায় দুই উপজেলায় ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ রয়েছে।

বন্যা কবলিত স্কুলের শিক্ষার্থী মনির হোসেন, আকলিমা আক্তারসহ অন্যরা জানায়, প্রতি বছরই বন্যার সময় পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া বসতবাড়িতে পানি ওঠায় বিভিন্ন স্থানে আশ্রয় নিতে হয়। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

পানিবন্দি আব্দুর রহিম, রাজিব হোসাইন, রানু বেগম জানিয়েছেন, বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।রান্না করতে পারছেন না। গবাদী পশু নিয়েও বিপাকে পড়েছেন। সড়কে পানি ওঠায় চলাচলের জন্য নৌকা বা ভেলা ব্যবহার করতে হচ্ছে।

তাছাড়া চারপাশে পানি থাকায় হাতে কোনো কাজও নেই, আবাদী জমিগুলো তলিয়ে রয়েছে পানিতে। তাদের এমন চরম দুঃসময়ে এখন পর্যন্ত চেয়ারম্যান-মেম্বারসহ কেউ কোনো সাহায্য সহযোগিতা করনি।

জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর জানান, জাজিরা উপজেলার ছয়টি ইউনিয়নে ৯৩টি গ্রামে ৫ হাজার ৮১৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে ৫ হাজার ৮১৩ পরিবারের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছে।

নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানায়, নড়িয়া উপজেলার সাতটি ইউনিয়নের ৯৬টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। আমরা ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেছি।

শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহাবুবা আক্তার বলেন, পানিবন্দি পরিবারগুলোকে সাহায্যের জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে, শুধু ওইসব পরিবারের তালিকা প্রস্তুতের আপেক্ষায় রয়েছেন। তালিকা প্রস্তুত হওয়া মাত্রই তাদেরকে চাল দেওয়া হবে।


 

 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!