শাহিন মামুন এর কবিতা- পিতা তুমি শেখ মুজিব

পিতা তুমি শেখ মুজিব
শাহিন মামুন

আগস্ট মাসের ১৫ তারিখ।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের পাতায় বাঙালির জীবনে
দিনটি যেন এক শোকাবহ আর শোকার্তের দিন।
বছরের ১২ মাসেই ১৫ তারিখ আসে ঘুরেফিরে বারবার
কিন্তু শোকাবহ ১৫ই আগস্ট বাংলাদেশ আর বাঙালি জাতির জীবনে
বছর ঘুরে আসে বছরে মাত্র একবারই।
তাই কাঁদো বাঙালি কাঁদো।
কাঁদো বাঙালি তোমাদের বাঙালি জাতির সত্ত্বার জন্য
বাঙালির মুক্তির জন্য ৪৬৮২ দিন
জেল জুলুম খেটেছিলো যে বাঙালি,
সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক
স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কাব্যের অমর কবি
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি
জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য কাঁদো।

ঘাতকেরা ভেবেছিলো কিছু বুলেটের আঘাতেই
নিমিষেই ছাড়খার করে দিবে শেখ মুজিবুর রহমানের বুক,
অতপর, মুছে যাবে বাংলাদেশ আর বাঙালির হৃদয় থেকে
শেখ মুজিবুর রহমানের নাম চিরতরে।
কিন্তু ওরা জানতো না কখনোই
শেখ মুজিব শুধুই একজন মুজিবের নাম নয় এই বাংলায়।
শেখ মুজিব মানেই বঙ্গের বন্ধু
শেখ মুজিব মানেই বাঙালি জাতির পিতা
শেখ মুজিব মানেই মুক্তির সংগ্রাম
স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ের এক ইতিহাস,
শেখ মুজিব মানেই একটি চেতনা
সাথে ১৬ কোটি বাঙালির আস্থা ও বিশ্বাসের নাম।

শেখ মুজিব মরে নাই। শেখ মুজিব এর মৃত্যু নাই।
মৃত্যু হয়েছে কিছু বিপদগামী কুলাঙ্গারের বুলেটের আঘাতে
শুধুই একজন শেখ মুজিবের দেহের,
কিন্তু মৃত্যু হয়নি কখনোই বাংলাদেশের স্বাধীনতার কাব্যের
অমর কবি একজন শেখ মুজিবুর রহমানের আতœার।
শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন, বেঁচে থাকবেন
প্রতিটি দেশ প্রেমিক বাঙালির হৃদয় স্পন্দনে,
শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন, বেঁচে থাকবেন
স্বাধীন বাংলাদেশ আর ১৬ কোটি বাঙালির
প্রতিটি গৌরব গাঁথা অর্জন ও বিজয়ের মাঝে।

শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন, বেঁচে থাকবেন
স্বাধীন বাংলাদেশের বুকে ১৬ কোটি বাঙালির হৃদয়ে
তার নীতি, আদর্শ ও প্রেরনার মাঝে চিরদিন-চিরকাল,
স্বাধীন বাংলাদেশের বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে।
যতোদিন রবে পৃথিবীর মানচিত্রে
স্বাধীন বাংলাদেশ আর বাঙালি জাতির নাম
ততোদিনই উচ্চারিত হবে, ধ্বনিত হবে
আমরা স্বাধীন বাংলাদেশের প্রতিটি বাঙালির মুখে মুখে
হে পিতা! তুমি জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!