প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক একে আজাদ খান সংবর্ধিত

জাহিদ রহমান । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক লাভ করায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর সহযোগিতায় আজ ৯ এপ্রিল দুপুরে ঢাকা ক্লাবে ডায়াবেটিস সেবা সম্প্রসারণের পথিকৃত চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক একে আজাদ খানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক একে আজাদ খান-এর সহধর্মীণি প্রফেসর কিশওয়ার আজাদ, প্রফেসর হাজেরা মাহতাব, প্রফেসর নাজমুন নাহার, প্রফেসর এমএইচ খান এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, অধ্যাপক একে আজাদ খান ভীষণ জ্ঞাণী, কর্মমুখর ও বিনয়ী এক মানুষ। কর্মের স্বীকৃতি তিনি পেয়েছেন। এই মানুষটি আগামী দিনেও ডায়াবেটিস আন্দোলনের নেতৃত্বে দিয়ে যাবেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক একে আজাদ খান বলেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসা না পেলে কোনোকিছুই সফলভাবে করা যায় না। মানুষের ভালোবাসা শ্রদ্ধাই তাঁকে কাজের প্রতি আরো বেশি আসক্ত করেছে। মানুষের ভালোবাসার প্রতিদানে তিনি আগামী দিনে আরও কাজ করে যাবেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘অধ্যাপক একে আজাদ খানের মতো মানুষের জন্ম হয়েছিল বিধায় আজ দেশের সাধারণ মানুষ উন্নত মানের চিকিৎসাসেবা পাচ্ছে। এই মেধাবী মানুষটি শুধু নিজে কাজ করেন না, অন্যদের কাজ করার সাহসও দেন।’ অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং পরিচালক হাসনিন মুক্তাদির অধ্যাপক একে আজাদ খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!