প্রথম জয় পেল ঢাকা ডায়নামাইটস

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিপিএলের নিজেদের প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়েছে ৬৫ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের পাহাড় দাঁড় করায় ৭ উইকেট হারানো ঢাকা ডায়নামাইটস। ১২ বলে ২০ রান করে কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার এভিন লুইস এবং ওয়ান ডাউনে নামা ক্যামেরন দেলপোর্ত। দ্বিতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ গড়ে দুজনে যোগ করেন ১০৬ রান। ততক্ষণে মনে হচ্ছিল, আড়াইশর কাছাকাছি পৌঁছাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রান।

তবে ঠিক তখনই ম্যাচে ফিরে খুলনা টাইটান্স। মাত্র ১১ রানের ব্যবধানে চারটি উইকেটের পতন ঘটায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এতে চাপ সৃষ্টি হয় ডায়নামাইটসের ব্যাটিং অর্ডারে। শেষদিকে প্রতিরোধ গড়তে পারেননি, ফলে ইনিংসের প্রথম অর্ধের মতো দেদারসে রানও বিলাতে হয়নি খুলনার বোলারদের।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে মাহমুদউল্লাহর খুলনা। দলীয় ৮ রানেই নাজমুল হোসেন শান্ত এবং কার্লোস ব্রাফেটের উইকেট হারায় তারা। এরপর চ্যাডউইক ওয়ালটন এবং রিলি রুশো প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনই সাজঘরে ফেরেন ত্রিশের ঘরে রানসংখ্যা রেখে। এর পরের গল্পটুকু কেবলই ঢাকার বোলারদের সফলতার। জফ্রা আর্চার শেষদিকে চওড়া ব্যাটে উইকেট আঁকড়ে থাকলেও যোগ্য সঙ্গের অভাবে এনে দিতে পারেননি জয়। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার ৯ বল আগেই সবকটি উইকেট হারিয়ে বসে খুলনা, দলীয় ১৩৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর

টস- খুলনা টাইটান্স

ঢাকা ডায়নামাইটস- ২০২/৭ (২০ ওভার); লুইস ৬৬, দেলপোর্ত ৬৪, সাঙ্গাকারা ২০; রাহী ২৯/২, শফিউল ৪১/২

খুলনা টাইটান্স- ১৩৭ (১৮.১ ওভার); আর্কার ৩৬, ওয়ালটন ৩০, রুশো ২৩; রনি ১৩/৩, সাকিব ২৫/২

ফল- ঢাকা ডায়নামাইটস ৬৫ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!