প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে কোনো মানুষই ভুখা থাকবে না: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশকে দারিদ্র্যমুক্ত করবে ইনশাআল্লাহ। কোন হতদরিদ্র, ভিক্ষুক এদেশে থাকবে না। এদেশের কোন মানুষই ভুখা থাকবে না।

আজ সকালে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈশ^রদী সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি প্রাঙ্গণে ৪’শ মানুষকে খাবার ও অর্থ বিতরণকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন ।

মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সরকারের ভিশন হলো উন্নত বাংলাদেশ গড়ার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভূমি মন্ত্রী ঈদ উপলক্ষ্যে চারশ দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি, ১ কেজি পোলাউর চাউল, ১০ কেজি চাউল, আটা, মসল্লা ও অন্যান্য খাবার উপকরণসহ নগদ টাকা বিতরণ করেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ^রদী থানা ইনচার্জ আজিম উদ্দিন, সাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ফকির, সাদেক আলী বিশ^াস, আতিয়ার রহমান ভোলা, গোলজার হোসেন, জুলমত হোসেন, আকাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!