জিএমসিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাংগাইল

 

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জিএমসিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০১৭ এর সেমিফাইনালে টাংগাইল জেলা দল গতবারের রানার আপ নেত্রকোনা জেলা দলকে সাডেন ডেথে ৬-৫ গোলে পরাজিত করে প্রথম বারের মত ফাইনালে। ফাইনালে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের চ্যাম্পিয়ন জামালপুর জেলা দল। ফাইনাল খেলাটি আগামী ২৮ শে এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় টাংগাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ রফিক উদ্দীন ভূইয়া স্টেডিয়াম। বর্ষনসিক্ত ভারী মাঠ।মাঠের পশ্চিম পাশটায় তখনও পানি রয়ে গেছে।মাঠ কর্মকর্তাদের গা ছাড়া ভাব। তবুও সময়মত খেলা শুরু হয়। ভারী মাঠের কারনে খেলা বার বার বাধা প্রাপ্ত হয়।তদুপুরি বেশ কিছু সহজ সুযোগ মিস করে খেলাটিকে পানশে বানিয়ে দেয় দুদল। প্রর্থমার্থে নেত্রকোনা এবং দ্বিতীয়ার্থে অপেক্ষাকৃত ভাল খেলে টাংগাইল।কিন্তু গোলের খেলা ফুটবলে কোন গোল না হওয়ায় খেলাটি ড্র হয়। টুর্নামেন্টের বাইলজে অতিরিক্ত সময়ের খেলা না থাকায় পেনাল্টি শুট আউটে খেলার ফলাফল নির্ধারনের ব্যবস্থা করা হয়। এতে উভয় দলই প্রথম ৫ টি শটে গোল করতে সমর্থ হলে খেলাটি সাডেন ডেথে পরিনত হয়।এতে প্রথম টি মিস করে নেত্রকোনা আর টাংগাইল গোল করে।ফলে বিদায় নেয় গতবারের রানার আপ দলটি। আর টাংগাইল প্রথম বারের মত ফাইনালে পৌছে যায় টাংগাইল। তারা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জামালপুরের মোকাবেলা করবে। ফাইনাল খেলাটি আগামী ২৮ শে এপ্রিল শুক্রবার টাংগাইল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিন টায় অনুষ্ঠিত হবে। খেলাটি উদ্ভোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক।উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,টাংগাইল ডিএসএর সাধারন সম্পাদক জনাব পলু ভাই,টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব জনাব Nazirul Islam, টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক ফুটবলার Sabur Lasker,সমন্বয় পরিষদের সদস্যসচিব জনাব,Mukul Chowdhury খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী জনাব, মোঃ জালাল উদ্দীন। ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন জনাব, নুরুল ইসলাম নুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!