ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়

ফেসবুক আজকাল এমন একটা ব্যাপার যে আমাদের নিত্যদিনের অংশ হয়ে গেছে। রাস্তা ঘাটে, স্কুল কলেজ অফিস বাসা সর্বত্র ফেসবুক বাবহারকারিদের দেখা যায়।

আর স্মার্টফোনের যুগে এফবি ইউজার দিন দিন বাড়ছে। আর বাবহারকারির সাথে সাথে বাড়ছে বিরম্বনা। সবচেয়ে বড়ো সমস্যা হলো হ্যাকিং।

বেশিরভাগ সময় আমাদের কিছুই করার থাকে না। আজ আপানাদের হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পাবার একটা উপায় বলব।

যদি আপনার সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকে আর আপনার ইমেইল হ্যাক হয় কিংবা সরাসরি হ্যাক হয়ে ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেল অথবা হ্যাকার আপনার ব্যবহৃত পাসওয়ার্ড টিও পরিবর্তন করে ফেললো। এই ক্ষেত্রে আপনি যা যা করতে পারেন।

প্রথমে অ্যাড্রেস বার থেকে http://www.facebook.com/hacked এ প্রবেশ করুন।

fb-hacked-2

 

 

 

fb-hacked-5

 

fb-hacked-6

 

ফেসবুক তথ্য গুলো সঠিক দেখালে পরবর্তী ষ্টেপ গুলো আপনাকে দেবে, এবং আশা করা যায় আপনি আপানার ফেসবুক একাউন্টটি ফেরত পাবেন।

ফেসবুক এখন শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বরং আরো নানাবিধ ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত হয়। তাই না বুঝে কোন লিংকে ক্লিক করা বা কোন অপরিচিত ওয়েব সাইটে প্রবেশ না করাই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!