বর্ণবাদের অভিযোগে ক্ষমা চেয়ে বিজ্ঞাপন সরিয়ে নিলো প্রসাধনী ব্র্যান্ড ডাভ

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একটি বিজ্ঞাপনকে ঘিরে ক্ষমা চেয়েছে প্রসাধনী ব্র্যান্ড ডাভ। তাদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে।

ডাভের যুক্তরাষ্ট্র ফেইসবুক পাতায় একটি তরল সাবানের বিজ্ঞাপনকে ঘিরে শুরু হয়েছে এই বর্ণবাদ বিতর্ক।

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে কোম্পানিটির ব্যাপক সমালোচনা শুরু হয়।

তারপর টুইটারে এক বার্তা দিয়ে ক্ষমা চেয়েছে কোম্পানিটি।

একই সাথে বিজ্ঞাপনটিও সরিয়ে ফেলা হয়েছে।

বিজ্ঞাপনটিতে একটি ভিডিও ক্লিপে তিনটি ছবি ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়েছে।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন কৃষ্ণাঙ্গ নারী তার পরনের টিশার্ট খুলে ফেলছেন।

আর শার্টের নীচে থেকে একজন শ্বেতাঙ্গ নারী বেরিয়ে আসছেন।

তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে শ্বেতাঙ্গ নারী তার পোশাক খুলছেন আর তারপর এক এশিয়ান নারীতে রূপান্তরিত হচ্ছেন।

যথারীতি অনেকেই ফুসে উঠেছেন ফেইসবুকে। ডাভ সামগ্রী বর্জনেরও দাবি তুলেছেন অনেকে।

টুইটার বার্তায় ডাভ জানিয়েছে তারা গভীর অনুশোচনা প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!