অলিম্পিকে ত্রিপুরার বাঙালি কন্যা দীপার সাফল্য

 

ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার প্রথম ভারতীয় নারী জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে গ্রেটেস্ট  শো অন আর্থ অলিম্পিকে  মেয়েদের জিমন্যাস্টিকসে ভল্ট ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছেন। প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকসের কোনও বিভাগের মূলপর্বে পৌঁছলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট।

এর আগে কোনও ভারতীয় নারী জিমন্যাস্ট অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি। ত্রিপুরা তনয়ার এই অসামান্য সাফল্যের পর ১১ তারিখ ফাইনালে পুরো ভারতের  নজর থাকবে তাঁর দিকে। জীবনের প্রথম অলিম্পিকসে নেমেই সকলকে চমকে দিয়েছেন ২৩ বছরের এই বাঙালি কন্যা।

13820409_1655213291465503_473792935_n

আগামী ১১ তারিখ অগাধ প্রত্যাশা বুকে নিয়ে টিভির সামনে বসবেন অসংখ্য ভারতবাসী আর বাঙালী । ত্রিপুরার তরুণীর আরও একটি নিখুঁত ভল্টের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!