খানসামায় বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামার স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোলাম রহমান শাহ স্মৃতি যুবসংঘ’র উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
আন্ধেরী হিলফি বন্ জার্মানীর অর্থায়নে আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার উপজেলার গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ে চক্ষুশিবিরটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন ও বিনোদন মুলক কাজ পরিচালিত হয়ে আসছে।
চক্ষুশিবিরে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপালের ডা. মো. নিয়াজ মোর্শেদ খানের নেতৃত্বে সাত সদস্যর একটি মেডিক্যাল টিম চক্ষুশিবিরে চিকিৎসা প্রদান করেন। এতে এক হাজার ৫শ জন বয়স্ক রোগী ও ১০০ জন শিশুকে চোখের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ৭০ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় গোলাম রহমান শাহ স্মৃতি যুবসংঘের উপদেষ্টা আলহাজ আজিজুল হক শাহ, গোলাম ইমতিয়াজ ইনান, শফিকুল আলম মুকুল, আমিনুল ইসলাম এবং সাবেক শিক্ষক আকবর আলী, প্রবীণ সাংবাদিক নুর ইসলাম, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আফজাল হোসেন শাহ ক্যাম্পের দেখভাল করেন। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে সংগঠনের সভাপতি তহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক রশিদুল ইসলামসহ সংগঠনের সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সহযোগিতা প্রদান করেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!