রুদ্র ম আল-আমিন এর কবিতা-“মনে পড়ে সেই ভোরবেলা”

“মনে পড়ে সেই ভোরবেলা”

রুদ্র ম আল-আমিন

 

মনে পড়ে ,সেই ভোরবেলা,

মিষ্টি মিষ্টি প্রেম,

কত কথা,কত গল্প, কত কি লিখি,

তোমার কি মনে পড়ে?

দূর্বাঘাসের জলে দুষ্টুমিটির ছলে

শিশির ভেজা পা,

আলতো ভেজা হাত আলতো ছোয়া প্রাণে।

তখুন পাখিরা সবে গান শেষে

ঘুরে ফেরে নীড়ে।

জলের ধারা প্রাণে বহিছে

কি হবে সকাল হলে তাঁর তরে।

জোয়ারে মেঘ গগণ ছুয়েছে তখুন

সব্ধে নামে তবু যেন পাটে।

দূরগামিনী পথ হেরেছে রাত্রি বেলা খেয়া

আলতো প্রাণে ঘনমেঘে বইছে ধ্রুবা

খবরাখবর ছাড়া।

শেষ প্রহরে রঞ্জনারে নিলেম যখন তুলে

আপন মানূষ পরমানুূষে,

ডাকছে তাঁরে বেলা,।

কুর্তাধারী নিলাম নামে রাখছে যারে ঘরে

এই বেলাটুক থাকনা সেথা

আবার সকাল হবে।

লাল পরনে টিপলাগিয়ে দেখা যদি হবে

ওর কথাবা নাইবা বলি

শিশির মেরে আসবি কি না তটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!