মালয়েশিয়া বিএনপি নেতা মাজু দেলোয়ারের পদত্যাগ

 

মালয়েশিয়া প্রতিবেদক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মালয়েশিয়ার সফল ব্যবসায়ী ও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন থেকে যিনি দায়িত্ব নিয়ে কাজ করে আসছেন তিনি মোঃ মাজু দেলোয়ার।

সম্প্রতি তিনি অভিযোগ করে বলেন, গত ৪ঠা অক্টোবর ২০১৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অনুমোদিত মালয়েশিয়া শাখা বিএনপির এই মনগড়া কমিটিতে তাঁর নিজস্ব কোন অনুমতি না নিয়ে তাঁকে মালয়েশিয়া শাখা বিএনপির কমিটিতে ৭৬নং সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়। যা খুব লজ্জাজনক ও মানবাধিকার লঙ্গনের সামিল।

তিনি মনে করেন, আমি যেহেতু মালয়েশিয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেহেতু আমার অনুমতি ব্যাতীত রাজনৈতিক দলের প্রাদেশিক কমিটিতে জোর করে সদস্য করা এটি একটি বড় অপরাধ। তাই আমি এই কমিটিতে থাকতে ইচ্ছুক নয়।

তিনি গত ৩১শে জানুয়ারী ২০১৭ ইং সকাল ১০ ঘটিকায় পদত্যাগ পত্র পৌঁছে দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের নিকট। এখন থেকে তিনি মালয়েশিয়া শাখা বিএনপির বর্তমান কমিটির সাথে কোন প্রকার সম্পর্ক বা যোগসাজশ নেই বলেও দাবী করেন। ভবিষ্যতে কখনো যদি তাঁর নাম ব্যবহার করা হয় এই মনগড়া কমিটিতে তাহলে তিনি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবেন।

তাঁর এই পদত্যাগের খবরটি মালয়েশিয়ার বাতাসে চাউর হলে পুরো শহরে আলোচনার বিষয়ে পরিনত হয়।

পদত্যাগের কারণ হিসেবে মোঃ মাজু দেলোয়ার বলেন, নেতাকর্মীদের ক্ষোভ বাড়ছে মালয়েশিয়া শাখা বিএনপির বর্তমান নেতৃত্বের কর্মকান্ডে। তিনি ব্যাথিত ও ঘৃণাভরে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ঊর্ধতন কতৃপক্ষ খুব শীঘ্রই বিষয়টি নিয়ে ভেবে সবার কাছে একটি গ্রহণযোগ্য কমিটি প্রদান করবেন যেখানে সকল ত্যাগী নেতারা স্থান পাবেন এবং সুবিধাভুগী নেতা ও ১/১১’র প্রতারকরা বাদ পরবেন।

Maju-Resign

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!