ঘাটাইলে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিষ্কারের অভিজ্ঞাতা অর্জনের লক্ষ্যে ঘাটাইলে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ -২০১৭ ইং উপলক্ষে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন করা হয়েছে। ঘাটাইল উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এ অনুষ্ঠানের  আয়োজন করে। মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি”- এই শ্লোগানে উদ্বোধনী ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,  সহকারি কমিশনার (ভুমি)আম্বিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক, ঘাটাইন পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, সাবেক মেয়র হাসান আলী, জিবিজি কলেজ অধ্যক্ষ শামসুল আলম মনি,ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ   হায়দার আলী ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারন সম্পাদক আতা খন্দকার, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ,আমন্ত্রিত অতিথী বৃন্দ ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জালনায় ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের (৪০ ) প্রকল্প নিয়ে (১০০) জন শিক্ষার্থী ১১ টি স্টল রয়েছে। এর মধ্যে (৪০) জন ছাত্র ও (৬০) জন ছাত্রী অংশ নেয়। শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন অতিথীবৃন্দ। ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ ইং উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক  শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনা উন্নয়ন সম্প্রসারণ ও সফল ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নতি সাধন, ঘাটাইলের নাগরিক এবং শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান মনস্ক ও উৎসাহী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এ মেলা উদ্বোধনা করা হয়।
  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!