লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের চড়ুইভাতি

লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের চড়ুইভাতি

-ফরিদা ইয়সমিন জেসি

আয় তবে সহ চরি,হাতে হাতে ধরি ধরি,নাচিবো গিড়িগিড়ি, গাহিবো গান।।

আহা কতইনা মধুর সময় কাটলো আমাদের লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের। পথের ধারের স্বজনদেরকে সাথে নিয়ে ওরা গেলো চড়ুইভাতিতে। আধুনিক নগরের আলাদিন পার্কে।
শিকল পিঞ্জিরা খোলা পাখিদের মত ওরা উড়ে উড়ে ঘোরে বেড়ালো পাখা মেলে আসমানে।
জেনো প্রাচীন গল্পের মত স্বপ্ন ডিঙায় চড়ে এলো ওরা রাজা মহারাজাদের দেশে। মাটি কাদায় ধূসর ছিলো যে কাপড়, জাদুর কাঠির দারা বদলে দেয়া হলো তাদেরকে সফেদ সাদা পোশাকে, বাবুদের ছেলেদের মত ওরাও চড়লো রেলগাড়ি ঘোড়ার চর্কি. নাগরদোলা ,
আর নানা রং এর গাড়িতে।

এ জেনো রুপকথার দেশ। কখনো দেখেনি চোখে এমন খুশির মেলা। এমন অপুর্ব বৈভব।
ভোজনেও ছিলো সেদিন রাজভোগ এর আয়োজন। ঘিয়ে মাখানো মুরগীর রান আর কাটলেটের এর সাথে ছিলো হায়দারাবাদি বিরিয়ানি। নির্ঘুম সপ্ন বোধহয় একেই বলে। প্রান ভরে উপভোগ করে এক টুকরা সুখ বুকে ধারন করে ফিরে গেলো তারা আপন আংগিনায়।

বি:দ্র: এই শিশুদের জন্যে স্পন্সর করেছে জাহাঙ্গীরনগর এর কয়েকটি ছোট ভাই ও আমরা। আমার বলতে লজ্জা নেই যে আমাদের ছোট্ট সামর্থের কারনে আমরা এদের মুখের হাসির জন্যে আপনারদের কাছে সাহায্য কামনা করি। আপনারা আমাদের পাশে থাকলে অনেকদুর এগিয়ে যাওয়া সম্ভব। থাকবেন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!