মেট্রো রেলের দফতরে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। যান্ত্রিক বিভ্রাটে বিপর্যয় হল লিফটে। প্রায় এক ঘণ্টা লিফটের মধ্যে আটকে থাকতে হল মদন মিত্রকে। পরে কোনওক্রমে লিফট খুলে অসুস্থ অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। তাঁকে পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। মদনবাবুর শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানা গিয়েছে। মদন মিত্রের এমআরআই করানো হয়েছে বলেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।

তৃণমূলের শ্রমিক সংগঠন সংক্রান্ত কিছু কাজেই মঙ্গলবার শ্যামবাজার মেট্রো স্টেশন লাগোয়া মেট্রো দফতরে গিয়েছিলেন মদনবাবু। কাজ সেরে নীচে নামার জন্য তিনি লিফটে ঢোকেন। দোতলা আর তিনতলার মাঝখানে আচমকা লিফটি আটকে যায় বলে মেট্রো রেল সূত্রের খবর। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘ ক্ষণ সেই লিফটের মধ্যে আটকে থাকতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মেট্রো কর্মীরা সেই লিফটকে কিছুটা টেনে নামান এবং কোনওক্রমে দরজা খুলে মদন মিত্রকে বাইরে আনা হয়। তত ক্ষণে প্রাক্তন মন্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।