হঠাৎ ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত।।

ভূপেন্দ্র নাথ রায়। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর হঠাৎ প্রচন্ড রোদ এবং ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জনসাধারন গরমের কাপড় তুলে রেখেছে। এতদিন ঠান্ডা আবহাওয়ার কারনে গ্রীষ্মের শুরুতেও গরমের কাপড় লোকদের পিছু ছাড়েনি। গতকাল থেকে  আকাশে এক টুকরো রোদ ওঠায় এবং হালকা মেঘ থাকার ফলে হঠাৎ যেন গ্রীষ্মের দাবদাব অসহ্য গরমের হাতছানি দিচ্ছে। রবি শস্য চাষীরা তাদের ফসল হাসতে হাসতে ঘরে তুলছে। তাদের মাঝে ক্লান্তির কোন লেশ নেই। প্রচন্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রাও অসহনীয়। ঘন ঘন বিদ্যুৎ আসছে, যাচ্ছে। গত ছ’ সাত মাসের অব্যবহৃত ফ্যান মুছতে এবং গরমের কাপড় গুলো ধুয়ে, রোদে শুকিয়ে দিতে তাদের ব্যস্ত সময় কাটছে। এদিকে হঠাৎ রোদ গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সূর্যের প্রখর তাপ থেকে একটু ঠান্ডার পরশ পেতে শিশু সহ বয়স্করা আইসক্রিমের দোকানের পাশে ভীড় করছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, মাত্রারারিক্ত তাপমাত্রার কারনে যে কোনদিন প্রচন্ড ঘূর্ণিঝড় হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!