হাওরবাসীর পাশে ফজলুর রহমান খান

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

রোববার সকালে জেলা পরিষদ কার্যালয়ে হাওরবাসীর জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১০০ বস্তা ত্রাণ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।

উলে­খ্য, হাওড়বাসীদের সাহায্যের জন্য মাভাবিপ্রবি’র শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করেছে। হাত বাড়িয়েছে মানুষের কাছে, সাহায্যের আবেদন জানিয়েছে হাওড়বাসীর জন্য।

শিক্ষার্থীরা জানান, ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের জন্য তাদের পক্ষ থেকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৩ কেজি আটা, ২ কেজি চিড়া, ১ কেজি লবন, ১০টা মোমবাতি, ১ বক্স স্যালাইন, ১০টা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও ২ বক্স (২০টি) দিয়াশলাই সমন্বয়ে একটি করে বস্তা তৈরী করে ৪০০ জন মানুষকে সহযোগিতা করার লক্ষ্য নেয়া হয়েছে। এর মধ্যে ১০০জন মানুষের সাহায্যর জন্য এগিয়ে আসলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!