ইতিহাসের এই দিনে: ১৯ সেপ্টেম্বর

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৯ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার। ৪ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬১ তম (অধিবর্ষে ২৬২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৫৯ খ্রিস্টাব্দের এই দিনে পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।

১৭৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।

১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।

১৮৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।

১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।

১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানী প্যারিস অবরোধ করে।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানরা ভিলনা অধিকার করে।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।

জন্ম
১৫৬৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পোলান্ডের রাজা তৃতীয় হেনরি।

১৭৫৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোবেলজয়ী [১৯৮৩] ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।

মৃত্যু
১৩৩৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জাপানের সম্রাট গো-দিয়গো।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন।

২০১৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সাউন্ড অফ মিউজিক তারকা চার্মিয়ান কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!