অষ্টম বর্ষপূর্তি পালন না করে খাদ্য সামগ্রী প্রদানে নতুনধারা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

করোনার কারণে অষ্টম বর্ষপূর্তি পালন না করে খাদ্য সামগ্রী প্রদানে নতুনধারার রাজনীতিকগণ ব্যস্ত থাকবেন। ৩০ ডিসেম্বর ২০১২ সালের আত্মপ্রকাশের দিনটিকে ভিন্নভাবে স্মরণিয় করে রাখতে এ উদ্যেগ নেয়া হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ২০ ডিসেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত ‘মহামারি করোনা : নতুনধারা বর্ষপূর্তি পালন করবে না’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। একই সাথে প্রেসিডিয়াম মেম্বার মরহুম লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া, পাগলমন খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার ও আনোয়ার সাইয়্যেদীর স্মরণে দোয়া ও আলোচনা সভার সিদ্ধান্তর কথাও জানান নতুনধারার চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব প্রকৌশলী লিলি চৌধুরী, স্মৃতি রাণী দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে মোমিন মেহেদী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে নতুনধারা বাংলাদেশ এনডিবি আত্মপ্রকাশ করে। রেড র‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ স্বাধীনতার পক্ষের প্রকৃত তরুণদেরকে ঐক্যবদ্ধ করে ৪৪ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৬৭ টি কমিটি গঠন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করার পর নিবন্ধন না দেয়ায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেন নতুনধারার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!