পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করাতে বখাটেদের হামলায় এক পরিবারের মা মেয়ে ও ছেলে সহ ৩ জন আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বাড়ির উপর চড়াও হয়ে বখাটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক পরিবারে মা মেয়ে ও ছেলেসহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও রক্তাক্ত জখম করেছে।

আজ সকাল ৯ টার দিকে পাবনা পৌর এলাকার সাধুপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত মা মেয়ে ও ছেলে বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হচ্ছেন, সদর থানার সাধুপাড়া এলাকার আবু মুসার স্ত্রী সকিনা (৪০) তার মেয়ে মুসলিমা (২৭) ও ছেলে সাদ্দাম (৩০)।

থানা পুলিশ সুত্রে জানাযায়, মুসলিমা ২ বছর আগে সৌদি আরবে চাকরি করেন এ সময় তিনি তার স্বামী সাইফুল কে সৌদি আরবে নিয়ে যায়। তাদের সংসারে এক শিশু মেয়ে থাকা সত্বেও স্বামী কোন সংসার খরচ না দেওয়াতে এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়।

বর্তমানে পেটের দায়ে সে স্থানীয় একটি গো খামারে কাজ করে। সৌদি থেকে ফেরার পর থেকেই পথে বের হলেই তাকে কতিপয় লম্পটের কাছে ইভটিজিং এর শিকার হতে হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় এলাকার বখাটে সন্ত্রাসীরা তাদের বাড়ির উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মা মেয়ে ও ছেলে সহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও রক্তাক্ত জখম করে চলে যায়।

এ ব্যাপরে জেনারেল হাসপাতালের কতব্যরত চিকিৎসক রেজিষ্টার
ডা: আকসাদ আল মাসুর বলেন, আমরা ৩টি রোগী পেয়েছি, তার
মধ্যে সকিনা থাতুনের মাথা ফাটা, মুসলিমার হাতে ও শরীরের জখম
এবং সাদ্দাম কে একটি হাত ভাঙ্গা আবস্থায়। তাদের মধ্যে সকিনার
অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!