এম এস ইসলাম আকাশ এর কবিতা-আমি কিন্তু বউরে ডরাই না

আমি কিন্তু বউরে ডরাই না (রম্য কবিতা)
-এম এস ইসলাম আকাশ

বউয়ের কথায় উঠি বসি
কিন্তু কানটাই শুধু ধরি না
আমি সবকিছুতে বেজায় শক্ত
বউরে কিন্তু ডরাই না।

বউ আমারে কাপড় ধোঁয়ায়
শুকোতে দিতে দেয় না,
বউ আমারে ভালোবাসে
ওর মতো বউ হয় না।

ডিম ভাজিতে বেজায় পটু
নুনটাই শুধু দেয় না,
বললে বলে
” নুন নাই তো কি হয়েছে
ডিম তো আছে খাও না।”

মশারিটা আমিই টানাই
খুলিও আবার আমি,
আমি হলাম আদর্শবান
চমৎকার একজন স্বামী।

তাড়াতাড়ি ফিরবে ঘরে
এদিক ওদিক ঘুরবে না,
ফিরি তাই সময় মতো
বউকে আমি ডরাই না।

পিঠের ব্যাথায় পিঠ টিপেনা
করে নানা ছলাকলা,
গলার ব্যাথা বললে সে
টিপতে যায় গলা।

বউ আমার বেজায় ভালো
শুনে সব কথা,
পা টিপে দেয় আক্রোশে
হলে মাথা ব্যাথা।

নুন বললে চুন আনে
ভাত বললে দেয় বাদ,
এই নিয়ে কথা হবেনা
লাগে বেজায় স্বাদ।

তাই বলে কি
বউ আমার বেজায় ভালো,
হাত থাকতে মুখে কথা বলে না
আমি কিন্তু বউরে একবিন্দু ডরাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!