শাহিন মামুন এর কবিতা-“বাঙ্গালি”

 

 

“বাঙ্গালি”
শাহিন মামুন

পরাধীনতার শৃঙ্খলে বলো কে বাঁচিতে চায় ?
জন্ম মোদের স্বাধীন দেশে তবে কেনো বলো
মোরা বাঙ্গালিরা বাঁচিবো পরাধীনতার শিকল-বেড়ী পড়ে পা’য়?
বাঙ্গালি বীর, বাঙ্গালি ভয়হীন
বাঙ্গালিরা সহসাই এক একজন ভাসমান মাইন।
বিদ্রোহের বানী শিখেছি মোর বাঙ্গালিরা
বিদ্রোহের অগ্নি পুরুষ নজরুল-সুকান্তেরই কাছে
তাই আজ মোরা বাঙ্গালিরা সত্যের কাছের সদা আপোষহীন
আর শির সদা উন্নত পাহাড়ের মতই এই পৃথিবীর বুকে।
বাঙ্গালি মোরা নিজেরাই এক একজন জলন্ত আগ্নেয়গিরি
তাই আগুনের কাছে ভয়হীন বীর
সদা প্রজ্জ্বলিত যেনো শিখা চিরন্তরের ফুলকি।
যুগেযুগে দেখেছে পৃথিবী বাঙ্গালি জাতির শৌর্য-বীর্য
বাঙ্গালির হৃদয়-বাঙ্গালির ঐক্য
ক্ষুদিরাম-সিরাজ, তিতুমীর-সূর্যসেন
শের ই বাংলা-সোহরাওয়ার্দী
অতপর ভাসানী-মুজিব সাথে জিয়া-ওসমানীর মতো বীর
যেন ছিল সহসাই এক একজন পাথরে ঘেরা সেনা ছাউনী।
বিদ্রোহী আর বীরের দেশের প্রতিটি বাঙ্গালিই মোরা
জন্মগত ভাবেই যেনো স্বাধীনতাকামী পরাধীনতার পাষান ভাঙ্গা
একজন অকুতোভয় দূর্বার সেনানী।
তাই বাঙ্গালি মোরা আজি ছেড়েছি উদ্বেগ
আর সুতীক্ষè করেছি মম চিত্ত্ব
বাংলার মাটি, বাঙ্গালির দূর্জয় ঘাটি
বুঝে নাও, জেনে নাও, আজি তোমরা হে দূর্বৃত্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!