অনলাইন ডেস্ক ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মালদ্বীপ থেকে রাজশাহীতে মেডিকেলে পড়তে আসা এশিয়ার উদীয়মান মডেল তারকা ‘নীল নয়না’ রাউধাকে রাজশাহীর মাটিতেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

রাউধাকে চিরনিদ্রায় শায়িত করার পর কান্নাজরিত কণ্ঠে সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তার বাবা-মা।

১ এপ্রিল শনিবার জোহরের নামাজের পর রাজশাহী নগরের হেতেম খাঁ গোরস্তানে রাউধাকে সমাহিত করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন, মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান শাকির, রাউধার বাবা মোহাম্মাদ আথিফসহ মা ও ভাইবোনেরা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুর রশিদ বলেন, গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষ হওয়ার পর পরিবারের সদস্যরা লাশের দাফন নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন। অবশেষে আজ তারা বাংলাদেশেই রাউধাকে সমাহিত করার জন্য লিখিত সিদ্ধান্ত জানান। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রাউধার লাশ কেন দেশে নিয়ে যাওয়া হলো না এমন প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত পুলিশ মনে করছে, এটি আত্মহত্যা। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন এলে তা নিশ্চিত হওয়া যাবে।’

প্রসঙ্গত, গত বুধবার রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জানায়, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রাউধা। রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।