ইতিহাসের এই দিনে- ২৫ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩ ফাল্গুন ১৪২৩। ফেব্রুয়ারি ২৫ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৬ তম (অধিবর্ষে ৫৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৭৪ সালের এই দিনে ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়।

১৮৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।

১৯১৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্ন্তমহাদেশীয় টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।

১৯৩৩ সালের এই দিনে জাপান লিগ অব নেশনস থেকে ইস্তফা দেয়।

১৯৪৫ সালের এই দিনে মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।

১৯৫৪ সালের এই দিনে সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হয়।

১৯৫৪ সালের এই দিনে জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।

১৯৫৪ সালের এই দিনে সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।

১৯৬৫ সালের এই দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।

১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৭৭ সালের এই দিনে কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।

১৯৮৬ সালের এই দিনে ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।

১৯৮৬ সালের এই দিনে কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকি স্কাড ক্ষেপনাস্ত্র সৌদি আরবের দাহরানে আমেরিকান সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন আমেরিকান সেনা নিহত হয়।

১৯৯১ সালের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।

১৯৯১ সালের এই দিনে ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।

১৯৯৪ সালের এই দিনে অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।

২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।

জন্ম

১৭৭৮ সালের এই দিনে আর্জেন্টিনা, চিলি ও পেরুর মুক্তি আন্দোলনের পুরোধা জোসে দ্য সান মার্টি।

১৯৪৩ সালের এই দিনে জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।

১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলডো বুসি, তিনি ইতালিয়ান লেখক।

১৯৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসে মারিয়া আযনার, তিনি স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ।

১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিয়ান হানলেই, তিনি হলিউড অভিনেত্রী।

১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেয়ান আস্টিন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরি ফর্টিয়েই, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্ক জি-সুং, তিনি একজন দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়।

১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদ কাপুর, তিনি বলিউড অভিনেতা।

১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ অলিভার ফেলপস, তিনি হ্যারি পটার খ্যাত অভিনেতা।

১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ নাটালি ড্রেইফেস, তিনি হলিউড অভিনেত্রী।

১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফারসন আল্ভেস অলিভেইরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাবেল ফুহরমান, তিনি আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৫৮৬ সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল এর মৃত্যু।

১৬৪০ সালের এই দিনে ইংরেজ লেখক রবার্ট বার্টন এর মৃত্যু।

১৮৬৬ সালের এই দিনে ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে এর মৃত্যু।

১৮৯৯ সালের এই দিনে সংবাদ সংস্থা রয়টারের জনক পল জুলিয়াস এর মৃত্যু।

১৯৫৩ সালের এই দিনে অর্থনীতিবিদ ও রাজনীতিবীদ নলিনীরঞ্জন সরকার এর মৃত্যু।

১৯৫৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সের্গেই উইনোগ্রাডস্কি, তিনি ছিলেন ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ।

১৯৫৪ সালের এই দিনে মার্কসবাদীয় নেতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু।

১৯৫৬ সালের এই দিনে ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।

১৯৫৭ সালের এই দিনে কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।

১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ বেবিংটন, তিনি ছিলেন ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার।

১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস ডি. নরিস, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী।

১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর সভেডবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ।

১৯৭৯ সালের এই দিনে চট্রগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং এর মৃত্যু।

১৯৮৩ সালের এই দিনে নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।

১৯৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এলাইজা মুহাম্মদ, তিনি ছিলেন আমেরিকান ধর্মীয় নেতা।

১৯৯৩ সালের এই দিনে ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী ইন্তেকাল করেন।

১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্যাল আব্রামস, তিনি ছিলেন আমেরিকান বেসবল খেলোয়াড়।

২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা স্টুয়ার্ট, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গ্লেন থিওডোর সিবোর্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্তো সরডি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা।

২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ হোসে ফার্মের, তিনি ছিলেন আমেরিকান লেখক।

২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এরলান্দ জোসেফসন, তিনি ছিলেন সুইডিশ অভিনেতা ও পরিচালক।

২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা স্টয়ার্ট, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাকো ডে লুসিয়া, তিনি ছিলেন স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক।

২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইউজেন ক্লার্ক, তিনি ছিলেন আমেরিকান জীববিজ্ঞানী।

২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টেরি গিল, তিনি ছিলেন ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা।

উৎসঃ ইন্টারনেট অবলম্বনে।

গ্রন্থনাঃ মাহবুব এইচ শাহীন/প্রকাশক ও সম্পাদক/কাগজ২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!