সেলিনা জাহান প্রিয়ার কবিতা-মনের নোঙর

মনের নোঙর

সেলিনা জাহান প্রিয়া

বুঝেও না বোঝার ভান ! আর কত অভিমান

সেই তোমার প্রথম ছোঁয়া, আমার অভিমান ।

প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে শিমুল তলায়

দাঁড়িয়েছিলাম অবাক চোখে সেই আমার প্রথম

কৈশোর কে বিদায় বলা গাঢ় গভীর স্পর্শ চেনা ।

কী হচ্ছে চোখের ভাষায় অজানা রঙ ধনু দেখার মত

কোনও কবিতা তখন পড়া হয়নি কোনও পুরুষ মানেই!

মানেই মুখ ভেঙচি মেরে পথ পালানো বালিকা আমি ।

একটি মেয়ের স্বপ্নমাখা কাজল দুটি চোখে,

রংধনুটা নিত্য যে তার রঙ আল্পনা আঁকে

আকাশটাকে ছোঁবে বলে কত- স্বপ্ন দেখে যাই

নিত্য নতুন আঁকিবুকি,মনের মাঝে উকিঝুকি

আকাশটাকে হাত বাড়িয়ে ডাক ডাকি

রাতের পাখি,ভোরের পাখি,স্বর্ণনদী,আকাশভরা তারা

মিষ্টি হাওয়া,শিউলি-বকুল-হাস্না হেনা দেখা !

আকাশকে চাই? মেঘ হতে চাই। কত ভাবনা আমার

দিগন্ত পেরিয়ে সিমান্ত ছারিয়ে মনের বাতাসে উড়ে মন

একদিন বললে কি চাও ?অপরিচিততুমি? অপরিচিতা আমি !

স্বপ্নের স্মৃতি গুলো,বাস্তব ভোরে বুঝেও না বোঝার ভান করে

কড়া নেড়ে মনের ঘরে উকি দিয়ে চোখের পলকে চুপ চাপ

কপাট খুলেই দেখি, শিমুল তলার সেই ভেঙচি দেয়া যুবক !

দৃষ্টিরা থেমে থাকে-এক অপলকে !চোরা বালিতে বালিকা !!

বুঝেছিলাম অনুভবে,সেখানেই ঢেলেছি-হৃদয়ের সব স্বর্ণ কোমল।

কৃষ্ণের বাঁশি যেন তাঁর মুখের কথা আমিই বালিকা রাধিকার-রুপ

আবেগের স্রোত ভেসে যায় সকাল সন্ধ্যা রাতের কত মায়াবী তারা ।

সুর ছুঁয়ে-হৃদয়ের ঘাটে নোঙর করা পাল তুলা নৌকায় ঠিকানা জানি না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!