অয়ন সাঈদ এর কবিতা-সাঁতার শিখে নাও

সাঁতার শিখে নাও

———————-    অয়ন সাঈদ

আমাদের কাব্য ভাবনা নষ্টদের মানেনা বলেই
নির্বাসনে থেকে যেতে হয়?
শোন কবিতা না পড়ে রাষ্ট্রের সর্বনাশ ডেকে এনো না;
সন্ধার জবাবর্ণ আকাশে প্রজেক্টরের ফোকাসের মতো-
ভেসে ওঠে কারবালার মুমূর্ষু চিত্রাবলি,
আর এই মহরমের বাঁকা চাঁদ
প্রেয়সীর ভাঙা কাঁচের চুরির মতোই মনে হয়।

আমাদের হিমাগারেও কুক্ষিগত থেকে যায় জাতীয়তাবাদ
নদীতে আকস্মিক ঢেউয়ে-
শিড়ি ঘাটে তোমার সেলোয়ার অন্তরবাস ভেসে যাবে অতল
আমিতো জলচর তুমি সাঁতার শিখে নাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!